: প্রাকৃতিক বৈচিত্র্যময়তার নানা রুপ লক্ষ্য করা যায় এই বাংলায়,তারই এক রূপ বরেন্দ্র,যা বিশেষভাবে লক্ষযোগ্য। সেই বরেন্দ্র অধ্যসিত পোরশা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পোরশা ডিগ্রী কলেজ, যা নওগাঁ জেলার পশ্চিমে তথা দেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। ধান ও আমের জন্য বিখ্যাত এই অঞ্চল, এ অনূকুলতার জন্য আছে বিস্তৃত মাঠ যার বেশীর ভাগের মালিক ক্ষয়িষ্ণ জমিদারদের উত্তরাধিকারী পোরশা গ্রামের শাহ চৌধুরীরা। শাহ চৌধুরীদের পারিবারিক কালচার পুরোপুরি ধর্মভিত্তিক। এ অঞ্চলে ধর্মীয় (কওমী মাদ্রাসা) শিক্ষার ব্যাপক প্রচলন থাকলেও ১৯৬৯ খ্রী: পূর্বে এ অঞ্চলে আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য কোন কলেজ ছিল না। যদিও সে সময় পোরশায় আধুনিক শিক্ষায় শিক্ষিত জ্ঞানি ব্যক্তি অনেকেই ছিলেন।তাঁদের একজন মরহুম সিরাজুল হক শাহ্ চৌধুরী সাবেক সংসদ সদস্য, তিনি মনে করেছিলেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি এ অঞ্চলের ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন। তাঁর এ দাািয়ত্ববোধ থেকে এলাকার শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের সহযোগীতায় গড়ে তোলেন এ শিক্ষা প্রতিষ্ঠান এবং তার নামকরণ করা হয় “পোরশা কলেজ”।